আম যাচ্ছে ইংল্যান্ডে ঝিনাইদহের,ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে প্রথমবারের মতো সুস্বাদু গোবিন্দভোগ জাতের আম ইউরোপের দেশ ইংল্যান্ডে যাচ্ছে।
আম যাচ্ছে ইংল্যান্ডে ঝিনাইদহের
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দুই কৃষকের এক হাজার কেজি আম রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। এগুলো ঢাকা থেকে ইংল্যান্ডে পাঠানো হবে। চলতি মৌসুমে পর্যায়ক্রমে এ গ্রাম থেকে প্রায় ১০ মেট্রিক টন আম পাঠানো হবে।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সার্বিক কারিগরি সহযোগিতায় উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কাষ্টভাঙ্গা গ্রামের কৃষক হাবিবুর রহমান ও তবিবুর রহমানের বাগানে উৎপাদিত এসব আম পাঠানো হবে।
আম রপ্তানির প্রথম প্যাকেজিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী।
কাষ্টভাঙ্গা গ্রামের আমচাষি জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফল চাষ করছেন। এর মধ্যে আম ও লিচু উল্লেখযোগ্য। তার প্রায় ৯ বিঘা জমিতে গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া, রুপালি ও তিলে বোম্বাই জাতের আম রয়েছে।
এবছর ঢাকার আম রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়। এরপর কৃষি অফিসের সঙ্গে তিনি যোগাযোগ করেন। তাদের পরামর্শে উত্তম কৃষিচর্চার নিয়ম অনুসরণ করে ফল পরিচর্যা করা হয়। মঙ্গলবার বাংলাদেশ থেকে আম রপ্তানির সঙ্গে তার বাগানের আম যুক্ত হয়।

তিনি বলেন, প্রথম পর্যায়ে গোবিন্দভোগ জাতের আম ইংল্যান্ডে পাঠানো হয়। পর্যায়ক্রমে ল্যাংড়া, হিমসাগর, রুপালি আম রপ্তানি করা হবে।
1 thought on “আম যাচ্ছে ইংল্যান্ডে ঝিনাইদহের”