আম যাচ্ছে ইংল্যান্ডে ঝিনাইদহের

আম যাচ্ছে ইংল্যান্ডে ঝিনাইদহের,ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে প্রথমবারের মতো সুস্বাদু গোবিন্দভোগ জাতের আম ইউরোপের দেশ ইংল্যান্ডে যাচ্ছে।

 

আম যাচ্ছে ইংল্যান্ডে ঝিনাইদহের

 

আম যাচ্ছে ইংল্যান্ডে ঝিনাইদহের

মঙ্গলবার  আনুষ্ঠানিকভাবে দুই কৃষকের এক হাজার কেজি আম রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। এগুলো ঢাকা থেকে ইংল্যান্ডে পাঠানো হবে। চলতি মৌসুমে পর্যায়ক্রমে এ গ্রাম থেকে প্রায় ১০ মেট্রিক টন আম পাঠানো হবে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সার্বিক কারিগরি সহযোগিতায় উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কাষ্টভাঙ্গা গ্রামের কৃষক হাবিবুর রহমান ও তবিবুর রহমানের বাগানে উৎপাদিত এসব আম পাঠানো হবে।

আম রপ্তানির প্রথম প্যাকেজিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী।

কাষ্টভাঙ্গা গ্রামের আমচাষি জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফল চাষ করছেন। এর মধ্যে আম ও লিচু উল্লেখযোগ্য। তার প্রায় ৯ বিঘা জমিতে গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া, রুপালি ও তিলে বোম্বাই জাতের আম রয়েছে।

এবছর ঢাকার আম রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়। এরপর কৃষি অফিসের সঙ্গে তিনি যোগাযোগ করেন। তাদের পরামর্শে উত্তম কৃষিচর্চার নিয়ম অনুসরণ করে ফল পরিচর্যা করা হয়। মঙ্গলবার বাংলাদেশ থেকে আম রপ্তানির সঙ্গে তার বাগানের আম যুক্ত হয়।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি বলেন, প্রথম পর্যায়ে গোবিন্দভোগ জাতের আম ইংল্যান্ডে পাঠানো হয়। পর্যায়ক্রমে ল্যাংড়া, হিমসাগর, রুপালি আম রপ্তানি করা হবে।

কৃষক আরও জানান, বর্তমানে তার এলাকায় স্থানীয় ব্যবসায়ীরা কাঁচা আম ক্রয় করছেন ২৫-৩০ টাকা দরে। কিন্তু বিদেশে রপ্তানিযোগ্য আম বাগান থেকে বিক্রি করছেন ৫০ টাকা কেজি দরে।

আম রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাদায়েইন খান ফাহাদি জানান, তারা প্রথম চালানে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রাম থেকে গোবিন্দভোগ জাতের আম নিয়েছেন। যা ইংল্যান্ডে পাঠানো হবে।

তিনি বলেন, দেশে এবার প্রচুর আম হয়েছে। তারা এ আমগুলো নিয়ে ঢাকার শ্যামপুরে বাংলাদেশ কেন্দ্রে প্যাকেজিং হাউজে নিয়ে পরীক্ষা করবেন। পরে সেখান থেকে রপ্তানি করা হবে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার  বলেন, এবারই প্রথম কালীগঞ্জ উপজেলা থেকে অন্য ফসলের মতো আম বিদেশে রপ্তানির সুযোগ হলো। এটি কৃষকদের জন্য বিরাট সুখবর। আগামীতে এ উপজেলা থেকে অন্য ফসলও হয়তো কৃষকরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারবেন।

 

আম যাচ্ছে ইংল্যান্ডে ঝিনাইদহের

 

ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, ‘এটি অনেক ভালো খবর যে কালীগঞ্জ উপজেলার আম এখন ইংল্যান্ডের লোকজন খাবেন। প্রথমবারের মতো এ উপজেলা থেকে আম রপ্তানি করা হলো। এরই ধারাবাহিকতায় আগামীতে আমার নির্বাচনী এলাকা থেকে উৎপাদিত ড্রাগন ফল, লিচু ও সবজি রপ্তানির সুযোগ তৈরি হবে বলে মনে করি।’

আরও পড়ুন:

1 thought on “আম যাচ্ছে ইংল্যান্ডে ঝিনাইদহের”

Leave a Comment