ঝিনাইদহ আ.লীগ সম্পাদক মিন্টু ৫ দিন, গ্যাস বাবু দুদিন রিমান্ড

গ্যাস বাবু দুদিন রিমান্ড – ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পৃথক দুইটি হত্যা মামলায় ৫ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাজী কামাল আহম্মেদ ওরফে গ্যাস বাবুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

 

ঝিনাইদহ আ.লীগ সম্পাদক মিন্টু ৫ দিন, গ্যাস বাবু দুদিন রিমান্ড

 

মঙ্গলবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ উভয়পক্ষের শুনানি শেষে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৯ জুন রাতে ব্যাপারীপাড়ার আব্দুল মজিদ মোজর ছেলে তরিকুলকে জেলা শহরের মডার্ন মোড়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই বছরের ১ জুলাই সদর থানার এসআই অজয় কুমার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। আদালতে ৫ জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আসামি রিপন ও আসলাম জবানবন্দিতে সাইদুল করিম মিন্টু ঘটনার সঙ্গে জড়িত বলে উল্লেখ করে।

অন্যদিকে নিহত তরিকুলের বাবা আব্দুল মজিদ মোজ আদালতে পৃথক আরেকটি মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২ জুলাই দায়ের করা ওই মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে মামলায় মিন্টুর নাম নেই বলে জানান আইনজীবী সামছুজ্জামান তুহিন। তদন্তকারী ঝিনাইদহ সিআইডির পরিদর্শক মারফত আলী জিজ্ঞাসাবাদ করতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই সূত্র জানায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি দুপুর ২টায় জেলা শহরের হাটের রাস্তায় জামায়াত কর্মী আব্দুস ছালামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সদর থানার তৎকালীন এসআই শাহরিয়ার হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে পুলিশ।

৫ আগস্টের পর নিহত ছালামের শ্বশুর জেলা শহরের হামদহ আদর্শপাড়ার ব্যাংক কর্মকর্তা মো. আবু বক্কর বাদী হয়ে আলাদা একটি মামলা দায়ের করেন। ২৭ আগস্ট মামলাটি দায়ের করেন তিনি। সাইদুল করিম মিন্টুকে এ মামলায় ৬ নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় সদর থানার এসআই জাহাঙ্গীর আলম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অপরদিকে জামায়াত কর্মী ছালাম হত্যা মামলায় ১৬ নম্বর আসামি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাজী কামাল আহম্মেদ ওরফে গ্যাস বাবু। একই সময় আদালতে হাজির করা হয় তাকে। ৭ দিনের রিমান্ডের আবেদন জানায় তদন্তকারী ঝিনাইদহ সদর থানার এসআই জাহাঙ্গীর আলম। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আরও দেখুনঃ

Leave a Comment