আমাদের আজকের আলোচনার বিষয় ঝিনাইদহ জেলা কিসের জন্য বিখ্যাত।
ঝিনাইদহ জেলা কিসের জন্য বিখ্যাত:-
ঝিনাইদহ জেলা কপোতাক্ষ নদী, হরি ও ম্যানেজারের ধান এর জন্য বিখ্যাত।

কপোতাক্ষ নদী
কপোতাক্ষ নদ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের অন্যতম বড় নদ। নদীটি চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয় । বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক কপোতাক্ষ নদের প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ২৩৮ ।
এই নদ এর উৎপত্তি চুয়াডাঙ্গা জেলার দর্শনার মাথাভাঙ্গা নদী থেকে এবং এটি পরে যশোর জেলার চৌগাছা উপজেলায় ভৈরব ও কপোতাক্ষ দুটি শাখায় বিভক্ত হয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় কাছে শিবসা নদীতে গিয়ে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ২৩৮ কিলোমিটার (১৪৮ মাইল), গড় প্রস্থ ১৫০ মিটার (৪৯০ ফুট), গভীরতা ৩.৫ থেকে ৫ মিটার (১১.৫ থেকে ১৬.৪ ফুট)। এই নদ ৮০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত।
স্থানীয় মানুষের নদবিধ্বংসী কর্মকাণ্ড এবং অসচেতনতা, স্থানীয় প্রভাবশালীদের দ্বারা নদের তীরবর্তী জায়গা দখল, পলি জমে ভরাট ইত্যাদি কারণে বর্তমানে নদটি মৃতপ্রায়। ২০১১ সালে চার বছরের মধ্যে কপোতাক্ষ নদ খনন করে শেষ করার জন্য বাংলাদেশ সরকার ২৬২ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। কিন্তু সাড়ে তিন বছরে সেই খনন কাজ শেষ হয়েছে মাত্র ৩৮ ভাগ।

তাছাড়াও ঝিনাইদহ জেলার কিছু বিখ্যাত দর্শনীয় স্থান
- নলডাঙ্গা জমিদার বাড়ি
- নলডাঙ্গা মন্দির
- নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট এন্ড পিকনিক স্পট
- সাতগাছিয়া মসজিদ
- শৈলকুপা জমিদার বাড়ি
- বারোবাজার প্রত্নতাত্ত্বিক মসজিদ
- মল্লিকপুর বটগাছ
- ধান্য হাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদ, ধান্য হাড়িয়া, যাদবপুর, মহেশপুর।
- জোহান ড্রীম ভ্যালী পার্ক

আরও পড়ুনঃ