ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় ট্রাকচাপায় বাহারুন নেছা (৫৪) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত

নিহত বাহারুন নেছা হরিণাকুন্ডু উপজেলার গুড়পাড়া গ্রামের রফি মিয়ার স্ত্রী।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুপুরে দেবর বেল্টু মিয়ার মোটরসাইকেলে করে ঝিনাইদহ যাচ্ছিলেন ওই নারী। পথে ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুইজনই রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি বাহারুন নেছাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সেখানে বাহারুন নেছার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।
৫ thoughts on “ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত”