ঝিনাইদহে মরমি কবি পাগল কানাইয়ের মুর্যাল উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের কবির মাজার প্রাঙ্গণে এ মুর্যাল উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।
ঝিনাইদহে মরমি কবি পাগলা কানাইয়ের মুর্যাল উদ্বোধন

সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, পাগলা কানাইয়ের মাজারে তার স্মৃতি ধরে রাখতে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে কবির মাজার প্রাঙ্গণে এই মুর্যাল উদ্বোধন করা হয়েছে। যার পরিকল্পনা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন। পাগলাকানাইয়ের মুর্যাল তৈরী করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছে কবির ভক্তসহ স্থানীয় বাসিন্দারা।

৪ thoughts on “ঝিনাইদহে মরমি কবি পাগলা কানাইয়ের মুর্যাল উদ্বোধন”