ঝিনাইদহ জেলার আবাসন

আমাদের আজকের আলোচনার বিষয় ঝিনাইদহ জেলার আবাসন।

 

সাতগাছিয়া মসজিদ - ঝিনাইদহ জেলা
সাতগাছিয়া মসজিদ – ঝিনাইদহ জেলা

 

ঝিনাইদহ জেলার আবাসন:-

ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল। ঝিনাইদহ জেলাটি ১৮৬২ সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি একটি পৃথক জেলা হয়। স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। 

এই জেলার নামকরণ সম্পর্কে কিছুই জানা যায়নি। কথিত আছে যে, ক্যালসিয়াম উৎপাদনের জন্য ‘‘নবগঙ্গা’’ নদী এবং ‘‘দহা’’ নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য এই এলাকা বিখ্যাত হয়ে উঠেছিল। এই জেলার নাম ঝিনাইদহ “ঝিনুক”এবং “দাহ”শব্দদ্বয় থেকে নেয়া হয়েছে বলে মনে করা হয়।

ভৌগোলিক বিস্তৃতি ২৩° ১৩’ উত্তর অক্ষাংশ থেকে ২৩° ৪৬’ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮° ৪২’ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯° ২৩’ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। জেলার আয়তন ১৯৬৪.৭৭ বর্গ কিলোমিটার(৭৫৮.৬০ বর্গ মাইল)। ঝিনাইদহ জেলার উত্তরে কুষ্টিয়া জেলা, দক্ষিণে যশোর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রাজবাড়ী জেলা ও মাগুরা জেলা, পশ্চিমে চুয়াডাঙ্গা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ। ৭টি নদ-নদী প্রবাহিত এ জেলার মধ্য দিয়ে: বেগবতী নদী, ইছামতী, কোদলা, কপোতাক্ষ নদ, নবগঙ্গা নদী, চিত্রা নদী ও কুমার নদী। এ অঞ্চলের জলবায়ু উষ্ণ প্রকৃতির ও সমভাবাপন্ন। বার্ষিক গড় তাপমাত্রা ২২.২৪° সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৫২.১৯০ সেন্টিমিটার।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

# শিরোনাম পরিচালনাকারী/মালিকের নাম ঠিকানা মোবাইল নং প্রতিষ্ঠানের ধরন
ক্ষণিকা রেস্ট হাউস কে,এম রবিউল আলম (বে-সরকারী) বেসরকারী
হোটেল জামান পরিচালক-মোঃ বাহাউদ্দিন (বে-সরকারী) হোটেল জামান, পোষ্ট অফিসের মোড়, ঝিনাইদহ সদর। বেসরকারী
এইড রেস্ট হাউস এইড, এনজিও, ঝিনাইদহ। এইড রেস্ট হাউস, ঝিনাইদহ। ফোনঃ ০৪৫১-৬১১৮৯/৬১১৮৮। বেসরকারী
ব্রাক রেস্ট হাউস ব্রাক, এনজিও, ঝিনাইদহ। ব্রাক রেস্ট হাউস ঝিনাইদহ। ফোনঃ ০৪৫১-৬২৮৮০। বেসরকারী
সৃজনী রেস্ট হাউস সৃজনী, এনজিও, ঝিনাইদহ সৃজনী রেস্ট হাউস ঝিনাইদহ। ০৪৫১-৬২৪৯৭ বেসরকারী
ঝিনাইদহ সার্কিট হাউস জেলা প্রশাসন, ঝিনাইদহ। ঝিনাইদহ শহরের পশ্চিমে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের ১১৮ নং মহিষাকুন্ডু মৌজায় অবস্থিত। ০১৭৩৩০৭৪৬০৬ সরকারী
ক্ষনিকা রেস্ট হাউস এইচ,এস,এস রোড ঝিনাইদহ বেসরকারী
হোটেল জামান ঝিনাইদহ সদর(পোষ্ট অফিসের মোড়) মোবাঃ ০১৭১১-১৫২৯৫৪ ০১৭১১-১৫২৯৫৪ বেসরকারী

 

মল্লিকপুর বটগাছ - ঝিনাইদহ জেলা
মল্লিকপুর বটগাছ – ঝিনাইদহ জেলা

 

আরও পড়ূনঃ

Leave a Comment