ঝিনাইদহ জেলার ব্যবসা

আমাদের আজকের আলোচনার বিষয় ঝিনাইদহ জেলার ব্যবসা।

ঝিনাইদহ জেলার ব্যবসা:-

জেলার বৃহৎ শিল্প :

ক্রঃ নং শিল্পের ধরণ শিল্পের নাম ঠিকানা ও অবস্থান মালিকানার ধরণ শিল্পের সংখ্যা
০১ খাদ্য ওখাদ্যজাত চিনি তৈরী শিল্প মোবারকগঞ্জ চিনিকল, নলডাঙ্গা

কালীগঞ্জ, ঝিনাইদহ।

সরকারী ০১

 

ঝিনাইদহ জেলার ব্যবসা
মল্লিকপুর বটগাছ – ঝিনাইদহ জেলা

 

জেলার মাঝারী শিল্প :

ক্রঃ নং শিল্পের ধরণ শিল্পের নাম ঠিকানা ও অবস্থান মালিকানার ধরণ শিল্পের সংখ্যা
০১ ঔষধ প্রস্ত্তত শিল্প মডার্ণ ফার্মাসিউটিক্যালস্ লিঃ

মডার্ণ পাড়া, ঝিনাইদহ।

ব্যক্তি মালিকানা ০১
০২ পাট ও পাটজাত শিল্প জামান জুটডাইভারসিফাইভ লিঃ বিসিক, শিল্প নগরী, ঝিনাইদহ ’’ ০১

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জেলার ক্ষুদ্র শিল্পের খাতওয়ারী সংখ্যা :

ক্রঃ নং শিল্পেরধরণ মালিকানার ধরণ শিল্পের সংখ্যা
০১ খাদ্য ওখাদ্যজাত ব্যাক্তি মালিকানা ৬৯০
০২ বস্ত্রশিল্প ,, ১৫
০৩ বনজ শিল্প ,, ১৫০
০৪ ট্যানারী, লেদার এন্ড রাবার প্রোডাক্টস ,, ১২
০৫ প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস) ,, ১৮০
০৬ প্রিন্টিংএন্ড প্যাকেজিং ,, ৩২
০৭ রসায়ন ও আয়ুর্বেদিক শিল্প ,, ১৫
০৮ ইলেকট্রিক্যালএন্ড ইলেক্ট্রনিক্স ,, ০৫
০৯ সেবা মূলক ,, ৩০
১০ বিবিধ ,, ৫২
মোট = =১১৮১ টি

 

ঝিনাইদহ জেলার ব্যবসা
শৈলকুপা জমিদার বাড়ি – ঝিনাইদহ জেলা

 

ঝিনাইদহের অর্থনীতি সাধারণত কৃষির উপর নির্ভর্শীল। ৬৬.৫০% বাড়িতে নানা ধরনের ফসল ফলিয়ে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, পাট, আখ, গম, শাকসবজি,মসলা, ডাল। এছাড়াও ফলমুলের মধ্যে রয়েছে আম, পেয়ারা, কাঁঠাল, কলা, লিচু, নারকেল, খেজুর, তাল ইত্যাদি। এছাড়াও অন্যান্য খাত যেমন প্রবাসী, সরকারী চাকুরীজীবী, গার্মেন্টস কর্মীরাও এখানকার অর্থনীতিতে অনেক অবদান রাখছে।

আরও পড়ুনঃ

Leave a Comment