ঝিনাইদহ জেলার ভৌগলিক পরিচিতি

আমাদের আজকের আলোচনার বিষয় ঝিনাইদহ জেলার ভৌগলিক পরিচিতি।

 

ঝিনাইদহ জেলার ভৌগলিক পরিচিতি
সাতগাছিয়া মসজিদ – ঝিনাইদহ জেলা

 

ঝিনাইদহ জেলার ভৌগলিক পরিচিতি:-

দক্ষিন বঙ্গের প্রবেশদ্বার ঝিনাইদহ। এর উত্তরে রয়েছে কুষ্টিয়া জেলা ,পূর্বে মাগুরা, দক্ষিণে যশোর ও পশ্চিমবঙ্গের ২৪ পরগণা এবং পশ্চিমে পশ্চিমবঙ্গের ২৪ পরগণা ও চুয়াডাঙ্গা জেলা।ঝিনাইদহ জেলা ২৩.১৫’ উত্তর অক্ষাংশ থেকে ২৩°.৪৫³ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮°.৪৫’ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°.১৫’ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। জেলার মোট আয়তন ৭৫৮ বর্গমাইল (১৯৪১.৩৬ বর্গ কিমি)। ঝিনাইদহ সদর,কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর,শৈলকুপা ও হরিণাকুন্ডু ৬ টি উপজেলার সমন্বয়ে ঝিনাইদহ জেলা গঠিত। আয়তনের দিক থেকে ঝিনাইদহ সদর উপজেলা বৃহত্তম ( ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত) এবং ক্ষুদ্রতম উপজেলা কোটচাঁদপুর( ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত)।

এখানকার জলবায়ু উষ্ণ ধরনের সমভাবাপন্ন। বার্ষিক গড় তাপমাত্রা ২২°.২৪’ সেলসিয়াস এবং বার্ষিক বৃষ্টিপাত ১৫২.১৯০ সেমি। ঝিনাইদহের বুক চিরে বয়ে চলেছে বেগবতী, ইছামতী, কোদলা, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা ও কুমার নদী।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ঝিনাইদহ জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল। ঝিনাইদহ জেলাটি ১৮৬২ সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি একটি পৃথক জেলা হয়। স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।

এই জেলার নামকরণ সম্পর্কে কিছুই জানা যায়নি। কথিত আছে যে, ক্যালসিয়াম উৎপাদনের জন্য ‘‘নবগঙ্গা’’ নদী এবং ‘‘দহা’’ নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য এই এলাকা বিখ্যাত হয়ে উঠেছিল। এই জেলার নাম ঝিনাইদহ “ঝিনুক”এবং “দাহ”শব্দদ্বয় থেকে নেয়া হয়েছে বলে মনে করা হয়।

 

ঝিনাইদহ জেলার ভৌগলিক পরিচিতি
মল্লিকপুর বটগাছ – ঝিনাইদহ জেলা

 

ভৌগোলিক বিস্তৃতি ২৩° ১৩’ উত্তর অক্ষাংশ থেকে ২৩° ৪৬’ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮° ৪২’ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯° ২৩’ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। জেলার আয়তন ১৯৬৪.৭৭ বর্গ কিলোমিটার(৭৫৮.৬০ বর্গ মাইল)। ঝিনাইদহ জেলার উত্তরে কুষ্টিয়া জেলা, দক্ষিণে যশোর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রাজবাড়ী জেলা ও মাগুরা জেলা, পশ্চিমে চুয়াডাঙ্গা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ। ৭টি নদ-নদী প্রবাহিত এ জেলার মধ্য দিয়ে: বেগবতী নদী, ইছামতী, কোদলা, কপোতাক্ষ নদ, নবগঙ্গা নদী, চিত্রা নদী ও কুমার নদী। এ অঞ্চলের জলবায়ু উষ্ণ প্রকৃতির ও সমভাবাপন্ন। বার্ষিক গড় তাপমাত্রা ২২.২৪° সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৫২.১৯০ সেন্টিমিটার।

আরও পড়ুনঃ

Leave a Comment