ঝিনাইদহ জেলার শিল্প প্রতিষ্ঠান

আমাদের আজকের আলোচনার বিষয় ঝিনাইদহ জেলার শিল্প প্রতিষ্ঠান।

ঝিনাইদহ জেলার শিল্প প্রতিষ্ঠান:-

জেলার বৃহৎ শিল্প :

ক্রঃ নং শিল্পের ধরণ শিল্পের নাম ঠিকানা ও অবস্থান মালিকানার ধরণ শিল্পের সংখ্যা
০১ খাদ্য ওখাদ্যজাত চিনি তৈরী শিল্প মোবারকগঞ্জ চিনিকল, নলডাঙ্গা

কালীগঞ্জ, ঝিনাইদহ।

সরকারী ০১

 

ঝিনাইদহ জেলার শিল্প প্রতিষ্ঠান
নলডাঙ্গা জমিদার বাড়ি – ঝিনাইদহ জেলা

 

জেলার মাঝারী শিল্প :

ক্রঃ নং শিল্পের ধরণ শিল্পের নাম ঠিকানা ও অবস্থান মালিকানার ধরণ শিল্পের সংখ্যা
০১ ঔষধ প্রস্ত্তত শিল্প মডার্ণ ফার্মাসিউটিক্যালস্ লিঃ

মডার্ণ পাড়া, ঝিনাইদহ।

ব্যক্তি মালিকানা ০১
০২ পাট ও পাটজাত শিল্প জামান জুটডাইভারসিফাইভ লিঃ বিসিক, শিল্প নগরী, ঝিনাইদহ ’’ ০১

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জেলার ক্ষুদ্র শিল্পের খাতওয়ারী সংখ্যা :

ক্রঃ নং শিল্পেরধরণ মালিকানার ধরণ শিল্পের সংখ্যা
০১ খাদ্য ওখাদ্যজাত ব্যাক্তি মালিকানা ৬৯০
০২ বস্ত্রশিল্প ,, ১৫
০৩ বনজ শিল্প ,, ১৫০
০৪ ট্যানারী, লেদার এন্ড রাবার প্রোডাক্টস ,, ১২
০৫ প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস) ,, ১৮০
০৬ প্রিন্টিংএন্ড প্যাকেজিং ,, ৩২
০৭ রসায়ন ও আয়ুর্বেদিক শিল্প ,, ১৫
০৮ ইলেকট্রিক্যালএন্ড ইলেক্ট্রনিক্স ,, ০৫
০৯ সেবা মূলক ,, ৩০
১০ বিবিধ ,, ৫২
মোট = =১১৮১ টি

 

ঝিনাইদহ জেলার শিল্প প্রতিষ্ঠান
শৈলকুপা জমিদার বাড়ি – ঝিনাইদহ জেলা

ঝিনাইদহ জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল। ঝিনাইদহ-জেলাটি ১৮৬২ সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি একটি পৃথক জেলা হয়। স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ-জেলা ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। 

এই জেলার নামকরণ সম্পর্কে কিছুই জানা যায়নি। কথিত আছে যে, ক্যালসিয়াম উৎপাদনের জন্য ‘‘নবগঙ্গা’’ নদী এবং ‘‘দহা’’ নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য এই এলাকা বিখ্যাত হয়ে উঠেছিল। এই জেলার নাম ঝিনাইদহ “ঝিনুক”এবং “দাহ”শব্দদ্বয় থেকে নেয়া হয়েছে বলে মনে করা হয়।

ভৌগোলিক বিস্তৃতি ২৩° ১৩’ উত্তর অক্ষাংশ থেকে ২৩° ৪৬’ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮° ৪২’ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯° ২৩’ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। জেলার আয়তন ১৯৬৪.৭৭ বর্গ কিলোমিটার(৭৫৮.৬০ বর্গ মাইল)। ঝিনাইদহ-জেলার উত্তরে কুষ্টিয়া জেলা, দক্ষিণে যশোর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রাজবাড়ী জেলা ও মাগুরা জেলা, পশ্চিমে চুয়াডাঙ্গা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ। ৭টি নদ-নদী প্রবাহিত এ জেলার মধ্য দিয়ে: বেগবতী নদী, ইছামতী, কোদলা, কপোতাক্ষ নদ, নবগঙ্গা নদী, চিত্রা নদী ও কুমার নদী। এ অঞ্চলের জলবায়ু উষ্ণ প্রকৃতির ও সমভাবাপন্ন। বার্ষিক গড় তাপমাত্রা ২২.২৪° সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৫২.১৯০ সেন্টিমিটার।

আরও পড়ূনঃ

Leave a Comment