ঝিনাইদহে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু – ঝিনাইদহের কালীগঞ্জের শিবনগর এলাকায় চিত্রা নদীর পানিতে ডুবে অনামিকা দাস (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

ঝিনাইদহে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। অনামিকা ওই উপজেলার দাস শিবনগর দাসপাড়া এলাকার শিপন দাসের মেয়ে। সে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

 

 

গ্রামবাসী জানায়, দুপুর ১২টার দিকে শিবনগর এলাকার কয়েকজন বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়। অনামিকা কিছুদূর গেলে হঠাৎ সে পানিতে ডুবে যায়। পরে অনামিকার নিথর দেহ পানিতে ভেসে ওঠে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment