পবিত্র মাহে রহমান উপলক্ষে ঝিনাইদহে আড়াই’শ এতিম, বিধবা ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ঝিনাইদহে মাহে রমজান উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বৃহস্পতিবার দুপুরে শহরের আরাপপুর উকিলপাড়ায় ফোরাম ৮৬ ইউএসএ’র অর্থায়নে ‘এলাইভ’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এলাইভ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেদি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, দৈনিক সকালের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক রবিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সেসময় শহরের বিভিন্ন এলাকার আড়াই’র পরিবারের মাঝে ২৫ কেজি চাউল, ১ লিটার তেলসহ ডাউল, বেশন, চিনি, খেজুর ও মুড়ি বিতরণ করা হয়। দ্রব্যমুল্যের উর্দ্ধগতির বাজারে এ সহযোগিতা পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।
আরো পড়ুনঃ
১ thought on “ঝিনাইদহে মাহে রমজান উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ”