প্রাণ গেলো নারীর ট্রাকচাপায়

প্রাণ গেলো নারীর ট্রাকচাপায়,ঝিনাইদহের মহেশপুরের ষাটনলপাড়ায় বালুবোঝাই ট্রাকের-চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। রাফেজা খাতুন (৫৬) নামের ওই নারী মানসিক-ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

 

 প্রাণ গেলো নারীর ট্রাকচাপায়

 

প্রাণ গেলো নারীর ট্রাকচাপায়

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফেজা খাতুন পার্শ্ববর্তী বাগদিয়ারআইট গ্রামের দেলবার হোসেনের স্ত্রী।

মহেশপুরের ভৈরবা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন রাফেজা খাতুন। এসময় বালুবোঝাই একটি ট্রাক পার্কিংয়ের সময় পেছনের দিকে এগোলে চাকার নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

 

 প্রাণ গেলো নারীর ট্রাকচাপায়

 

আরও পড়ুন:

২ thoughts on “প্রাণ গেলো নারীর ট্রাকচাপায়”

Leave a Comment