ঝিনাইদহে ১২’শ বোতল ফেন্সিডিল উদ্ধার, পুলিশসহ আটক ৩

ঝিনাইদহ সদর উপজেলায় পুলিশের এক এসআইসহ তিনজনকে ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব।

 

ঝিনাইদহে ১২’শ বোতল ফেন্সিডিল উদ্ধার, পুলিশসহ আটক ৩

 

উপজেলার হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে সোমবার রাত দেড়টার দিকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন জানান।

 

 

আটকরা হলো-ঝিনাইদহ সদর থানার এসআই সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের সিদ্দিক সর্দারের ছেলে সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।

মেজর নাঈম বলেন, “হাটগোপালপুর এলাকা দিয়ে মাদক পাচারের গোপন খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি করে ১২০১ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ ঘটনায় মামলা দায়ের করে আসামিদের ঝিনাইদহ সদর থানায় পাঠানো হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা। ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন বলেন, আসামিদের আদালতে তোলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের চাওয়া হয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment