যুবকের মৃত্যু,ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের-মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
স্থানীয়রা জানান, সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার চাপড়া এলাকায় রেল লাইনের পাশে দাঁড়িয়েছিলে অজ্ঞাতপরিচয় ওই যুবক। চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস চাপড়া অতিক্রম করার সময় ট্রেনের সামনে ঝাপ দেন তিনি। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার মোহাম্মদ শাহজাহান শেখ বলেন, ট্রেনটি অতিক্রম করার কিছু সময় পর ঘটনাটি জানা যায়। যশোর থেকে জিআরপি পুলিশ রওয়ানা হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করবে।

আরো পড়ুনঃ
