ঝিনাইদহে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

 

ঝিনাইদহে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ শহরের ঢাকালেপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক যশোরের বাঘারপাড়া উপজেলার পরানপুর গ্রামের আবু বকরের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মানিক কুমার জানান, সকালে রুহুল আমিন মোটরসাইকেলে বাঘারপাড়া থেকে কালীগঞ্জে যাচ্ছিলেন।

 

 

পথে ঢাকালেপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment