কৃষকের মৃত্যু,জেলার সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
আজ সোমবার সকালে চোরকোল গ্রামের ময়নার খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত সাইদুল ইসলাম ওই গ্রামের মৃত জাহা বক্স’র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ উপজেলার ময়নার খাল নামক স্থানে নিজের নির্মাণাধীন বাড়ির বৈদ্যুতিক মিটার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে সাইদুল গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় সাইদুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য জানান।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুনঃ

১ thought on “ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু”