মাদক কারবারির যাবজ্জীবন,ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আহম্মদ আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সে সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আহসান মোল্লার ছেলে।বুধবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল ট্রাইবুনালের বিচারক নাজিমুদ্দৌলা।

ঝিনাইদহে মাদক কারবারির যাবজ্জীবন
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ জুলাই ঝিনাইদহ জেলা কারাগারের সামনে থেকে যাত্রীবাহী বাসে তল্লাশি করে আহম্মদ আলীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৭০০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।
পরে ওই আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। সেই মামলায় শুনানি শেষে আদালত আজ রায় দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইসমাইল হোসেন বাদশা বলেন, আসামি আহম্মদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় দেন আদালত।

আরো পড়ুনঃ
