ঝিনাইদহে হজ যাত্রীদের প্রশিক্ষণ

ঝিনাইদহে হজ যাত্রীদের প্রশিক্ষণ,জেলায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।

 

ঝিনাইদহে হজ যাত্রীদের প্রশিক্ষণ

 

ঝিনাইদহে হজ যাত্রীদের প্রশিক্ষণ

জেলায় ইসলামিক-ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম।
এ সময় ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান হারুন আর রশিদ, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামিক-ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রাথমিক প্রস্তুতি, প্রশাসনিক যোগাযোগ, হজের গুরুত্ব, তাৎপর্য ও মাসয়ালা ও হাজীদের স্বাস্থ্য সুরক্ষাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা হাব’র প্রতিনিধি মোকাররম হোসেন, ঝিনাইদহ

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ, শহরের ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক।
এ প্রশিক্ষণ কর্মশালায় তিনশ’ ২৬ জন হজ যাত্রী অংশগ্রহন করেন।

 

ঝিনাইদহে হজ যাত্রীদের প্রশিক্ষণ

 

আরও পড়ুন:

১ thought on “ঝিনাইদহে হজ যাত্রীদের প্রশিক্ষণ”

Leave a Comment