ঝিনাইদহে বিএনপি নেতার কার্যালয়ে হামলা-ভাঙচুর

বিএনপি নেতার কার্যালয়ে হামলা-ভাঙচুর – ঝিনাইদহ জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ড্যাবের কেন্দ্রীয় সদস্য ডা. ইব্রাহিম রহমান বাবুর কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে শহরের গীতাঞ্জলি সড়কে এ ঘটনা ঘটে।

 

ঝিনাইদহে বিএনপি নেতার কার্যালয়ে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা ইব্রাহীম রহমান বাবু বলেন, হঠাৎ কিছু যুবক আমার অফিসের গলিতে ঢুকে আচমকা হামলা করতে থাকে। সেসময় অফিসে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ছিঁড়ে ফেলে তারা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, ঘটনা শোনার পর আমরা সেখানে গিয়েছিলাম। বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার লালন বাজার এলাকায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে ডা. ইব্রাহিম রহমান বাবুর কর্মীসভা চলাকালে বিএনপির অপর একটি পক্ষ হামলা চালায়। ওই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

 

আরও দেখুনঃ

Leave a Comment